মোহাম্মদ হাসানঃ স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর এক দশক পুর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। স্বাশিপের দশম প্রতিষ্ঠা বার্ষিকীর এবারের মুল স্লোগান “ঐতিহাসিক মুজিব জন্মশতবর্ষেই হোক – শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের স্বপ্ন পুরণ”। কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,কেক কাটা,আনন্দর্যালী, জাতীয় বর্ধিত সভা,আলোচনা সভা। জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়াম (নীচতলা) ২.৩০ এ অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ,ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রফেসর ডক্টর হারুন অর রশিদ আসকারী। আলোচনা সভার স্বাগত বক্তা স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু এবং সভাপতিত্ব করবেন স্বাশিপ সভাপতি প্রফেসর ডক্টর আবদুল মান্নান চৌধুরী।