রফিকুল ইসলাম রামগড় প্রতিনিধি: উত্তর ফটিকছড়ির প্রধান বাণিজ্যিক কেন্দ্র হেয়াকো বাজারে সিন্ডিকেট করে মাছ বিক্রীকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষে কমবেশি ৬ জন আহত হয়েছে।এরমধ্যে ২ জনের অবস্হা আশঙ্কাজনক।তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হেয়াকো মাছ বাজারে একটি চক্রের নিকট জিম্মী ক্রেতারা। তাদের নির্ধারিত দামেই মাছ বিক্রী করা হয় এখানে।নিয়ম ভঙ্গ করলে সমিতি মাধ্যমে দেয়া হয় শাস্তি। তাছাড়া বাইরের কোন জেলে কিংবা মৎস্য খামারি ব্যক্তিগতভাবে এখানে মাছ বিক্রী করতে পারে না সিন্ডিকেটের কারনে।ফলে উক্ত সিন্ডিকেটের নির্ধারিত দামে মাছ ক্রয় করতে হচ্ছে স্হানীয়দের। এদিকে,সিন্ডিকেটে মাছ বিক্রীকে কেন্দ্র করে আজ বুধবার সকালে দুই পক্ষে তুমুল সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্হা আশঙ্কাজনক।আহতরা রামগড়,বারইয়ারহাট এবং চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দাতঁমারা পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।