মোহাম্মদ হাসানঃ আল্লামা আহমদ শফীর মৃতদেহ হাটহাজারীতে পৌঁছেছে এবং দুপুরে জানাজা শেষে সেখানে দাফনের সব প্রস্তুতি নেয়া হচ্ছে। জনাজায় যোগ দিতে জনতার ঢল নেমেছে হাটাজারীতে। জানাজায় যোগ দেয়ার জন্য সারা দেশ থেকে অনুসারীরা আসছেন এলাকা লোকে লোকারণ্য। আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত সতর্কতা হিসেবে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা প্রশাসন যাতে করে কেউ কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে। ইতিমধ্যে তারা মাঠে নামেছেন।টহল দিচ্ছেন। হাটাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ও সব প্রস্তুতিও স্বাভাবিকভাবেই এগিয়ে চলেছে। জানা গেছে হাটহাজারীর বাইরেও ফটিকছড়ি ও পটিয়াতেও বিজিবি মোতায়েন করা হতে পারে।প্রসঙ্গত, হাটহাজারী মাদ্রাসার কর্তৃত্বকে কেন্দ্র করে মাদ্রাসার অভ্যন্তরে দু পক্ষের মধ্যে বিরোধ তুঙ্গে উঠেছে গত কয়েকদিনে।