সেনবাগ প্রতিনিধি মরতুজার রহমান:- কানুরচর সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে মো: রুস্তম আলী ও মো: ইউছুফ আলীর অগ্নিকান্ডে বসতঘর ক্ষতিগ্রস্থ হওয়ায় ঘর নির্মানের জন্য সহযোগীতা প্রদান অনুষ্ঠান ১১ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় কানুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়।
উক্ত প্রোগ্রাম এ প্রধান অতিথি হিসাবে ছিলো জনাব হাফেজ আবুল বাশার সাহেব। বিশেষ অথিতি জনাব আবুল কাশেম সাহেব, উপস্থিত ছিলেন কানুরচর সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন, জনাব মোখলেচুর রহমান সভাপতি কানুরচর সমাজ কল্যাণ পরিষদ, মো: বেললা হোসেন মজুমদার মেম্বার পদ প্রার্থী। উক্ত প্রোগ্রামে আরো অনেক অথিতি উপস্থিত ছিলেন।
উক্ত সভার সভাপতিত্ব করেন, সাবেক মেম্বার আব্দুল ওয়াদুদ সাহেব।কানুরচর সমাজ কল্যাণ এর পক্ষ থেকে মো: রস্তম আলীকে ৭০ হাজার টাকার চেক প্রদান করেন ও মো: ইউচুফ আলীকে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়। মোট ১ লক্ষ টাকা অনুধান দেয়া হয়।কানুরচর সমাজ কল্যাণ পরিষদের যুবকদের এই আয়োজনে কানুরচর গ্রামের গরিব অসহায় মানুষ অনেক খুশী। গ্রামের বাসিন্দারা জানান তাদের দুঃসময় এ সমাজ কল্যাণ পরিষদ সব সময় পাশে ছিলেন। সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্টা হয় ২০০৩ সালে সেনবাগের কানুরচর গ্রামের গাজিরহাট ইউনিয়নে। তাদের এই সংঘটন থেকে তারা ইতে মধ্যে গরিব অসহায় মানুষের পাশে থেকে সমাজের উন্নয়ন কাজ করে যাচ্ছে।মিডিয়া হিসাবে ছিলেন, সত্যের সন্ধানে টিভি নিউজ, নোয়াখালী টিভি আরো অনেক পত্র পত্রিকা ও টিভি চ্যানেল।