সেনবাগ প্রতিনিধ র্মতুজা রহমান :- সেনবাগ উপজেলার ছাতার পাইয়া বাজারে রবিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫টি দোকান আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। এঘটনায় প্রায় ৮-১০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। বাজারের খাঁজা বেকারি ও পাশ্ববর্তী লন্ড্রি দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোনাইমুড়ী, চৌমুহনী ও মাইজদী থেকে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট দল এসে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা প্রশাসন থেকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন,সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা, সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুল বাতেন মৃধা ও সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ। করোনা মূহুর্তে এই রকম ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজা্রের ব্যবসায়ী,স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি সহ সকলে হতবাক হয়েছেন।