সেনবাগ প্রতিনিধি র্মতুজা রহমান: সেনবাগের সামাজিক সেচ্ছাসেবী সংঘটন মানব কল্যাণ সংস্থা স্পোর্টিং ক্লাবের ২০২০-২০২১ সালের কাউন্সিল গত ৫ই সেপ্টেম্বর উপজেলার ইয়ারপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন জাহিদুর রহমান, সকাল ১০:৩০ টা- ১২:৩০ মিনিট পর্যন্ত বিরতিহীন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার :- সভাপতি পদে নির্বাচিত হোন আবিদ সিপাত, সাধারণ সম্পাদক পদে নাঈম রাফি, সাংগঠনিক পদে এ নির্বাচিত হোন এফ. এ. রিংকু, দপ্তর সম্পাদক আবির রাফি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন। নির্বাচিতরা আশা ব্যক্ত করেন অসহায়, দুস্থ মানুষের পাশে দাড়ানো ও সমাজ এ সামাজিক কাজের সাথে এক হয়ে কাজ করাই তাদের মূল লক্ষ্য।