মরতুজার রহমান(সেনবাগ উপজেলা)নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নের সেনবাগে শুভপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা,যেন দেখার কেউ নেই। গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় চার মাস যাবত জলমগ্ন হয়ে ক্লিনিকটি পানির নিচে,যেন দেখার কেউ নেই। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ক্লিনিকের চার পাশে পানি আটকে থেকে জলাবদ্ধতার সৃষ্টি হয়।অষ্টদ্রোন ও শুভপুর গ্রামের এক অংশের লোকজন যে রাস্তা দিয়ে আসে,সে রাস্তাও পানিতে ডুবে থাকে। বর্তমানে ক্লিনিকের পাশের রাস্তায় বৃদ্ধমান কালভার্টটি বন্ধ হয়ে গেছে। রাস্তার পাশে নতুন নতুন বাড়ি তৈরী হওয়ায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। যার ফলে এলাকার শত শত লোক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জনগণের স্বাস্থ্য সেবা গ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য পানি নিষ্কাশন ও রাস্তার উচ্চতা বাড়ানোর জন্য এলাকাবাসীর প্রাণের দাবী। এ ব্যাপারে এলাকার লোকজন যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে।