শাখাওয়াত হোসেন টিপু,দাগনভূঞা
দাগনভুঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর -আশ্রাফপুর গ্রামের সিমান্তবর্তী কাঠের পোলটি মরণফাঁদে পরিনত হয়েছে। কাঠের পোলটি মরণফাঁদে পরিনত হলে ও মেরামত কিংবা পূননির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের উদ্যোগ নিচেছ না। জানা যায়, মাতুভূঞা ইউনিয়ননের মোমারিজপুর আশ্রাফপুর জনসাধারনের যাতায়াতের জন্য গুরুত্ব পূর্ন সেতুটি আগে বাঁশের পোল ছিল। ২০১৬ সালে ইউনিয়ন নির্বাচনের পরে চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন এবং এলাকাবাসী মিলে বাঁশের পোল থেকে কাঠের পোলে পরিনত করে। সেই থেকে অধ্যবদি সংস্কার না করায় কাঠের পোলটি মরণফাঁদে পরিনত হয়েছে। বর্তমানে ওই দুই কুলের কৃষক, সাধারণ জনগন, শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সেতুটি পারাপার হচ্ছে। স্হানীয় এলাকাবাসী জানান,দীর্ঘদিন কাঠের পোলটি অবহেলায় পড়ে থাকলে ও কোনো জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই। কাঠের পোলটি দ্রুত সংস্কার করে জনসাধারণকে ঝুঁকিমুক্ত করার দাবি জানায়।উপজেলা প্রকৌশলী সৌরভ দাশ বলেন, স্থানীয় সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দীন চৌধুরীর সুপারিশে মোমারিজপুর – আশ্রাফপুর সিমান্তবর্তী সেতু নির্মাণের জন্য নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে জানানো হয়েছে।