মরতুজার রহমান, (সেনবাগ প্রতিনিধি) দাগুনভূয়া উপজেলার সেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় ব্লাড ডোনার ক্লাব” এর ১০/০১/২০১৮ ইং তারিখে পথচলা শুরু হয়। যা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। রক্তদানের পাশাপাশি গরীব এবং অসহায় মানুষের সেবায় অঙ্গিকার বদ্ধ। সংগঠনের কার্যক্রম ও এগিয়ে নিতে এবং আরো শক্তভাবে পরিচালনার লক্ষ্যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য গঠনের মাধ্যমে প্রত্যয়ের কাজ সুন্দর ও সফল ভাবে এগিয়ে যাচ্ছে। উপদেষ্টা মণ্ডলীর সদস্যের তালিকা— ১. ফাতিমা পারভীন, ভাইস চেয়ারম্যান, পাথরঘাটা উপজেলা পরিষদ। ২. আলী হোসেন সভাপতি গজারিয়া বাজার কমিটি ৩. কাজী আব্দুল মতিন ভূঞা, সহ-সভাপতি গজারিয়া বাজার কমিটি ৪ . মোঃ জামাল উদ্দিন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য দাগনভূঞা প্রবাসী ফোরাম ৫. ফজলুল হক রুবেল, সভাপতি, দাগনভূঞা প্রবাসী ফোরাম , রিয়াদ শাখা ৬. আনোয়ার হোসেন সহ- সভাপতি দাগনভূঞা প্রবাসী ফোরাম রিয়াদ শাখা ৭. মোঃশাহাদাত হোসেন মামুন সহ-সভাপতি দাগনভূঞা প্রবাসী ফোরাম রিয়াদ শাখা ৮. সাহাব উদ্দিন (প্রবাসী) ৯. আব্দুল্লাহ আল মামুন, (প্রভাশক, বীকন মডেল কলেজ, প্রতিনিধি দীপ্ত টিভি, ফেনী।) ১০. জহির উদ্দিন পলাশ, সিনিয়র সহকারী শিক্ষক, (সাপুয়া উচ্চ বিদ্যালয়) ১১. জাকের হোসেন, (অধ্যক্ষ,বিকিরণ কিন্ডারগার্টেন) ১২. শাহিন আলম, (প্রবাসী) ১৩. নুরুল আলম (প্রবাসী) ১৪. মোহাম্মদ আলী হায়দার, (প্রবাসী) ১৫. আরিফুল ইসলাম রাজু, (সাবেক সাধারণ সম্পাদক, পাঁচগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ) ১৬. আহমেদ সাইফুল ইসলাম, (প্রবাসী) ১৭. সুমন আহমেদ (প্রবাসী)।