মোঃ ফয়সাল, সুধারাম থানা (নোয়াখালী) প্রতিনিধিঃ গত ২৬ মার্চ ২০২১ইং শুক্রবার বিকেল ৪ টায় ইউ.পি ভবন প্রাঙ্গণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক ‘বঙ্গবন্ধুর আত্নজীবনী ও বাংলাদেশ’ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে, এওজবালিয়া ইউ.পির প্রবীণ আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক বাচ্চু মিয়া খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান এড.শিহাব উদ্দিন শাহীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন,এওজবালিয়া ইউ.পি আওয়ামীলীগের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুজ জাহের, ইউ.পি আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক মজিবুল হক সোহাগ মেম্বার, বেলাল মেম্বার,আবদুল মান্নান মেম্বার,নুর আলম মেম্বার,৩নং ওয়ার্ড আওয়ামীলগের সেক্রেটারি বেলাল হোসেন,সদর উপজেলা স্বাশিপ সেক্রেটারি নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রসুল,ইউ.পি ছাত্রলীগ নেতা মাহফুজ মিশু,ইউ.পি যুবলীগ নেতা কামরুল হাসান বাবু,ছাত্রলীগ নেতা মোঃবাবলু,মোঃআজগর,মোঃশাহাদাৎ প্রমুখ সহ আরো অনেক নেতাকর্মীর শুভাগমন ছিলো। এসময় বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর আত্নজীবনী ও বাংলাদেশ নিয়ে আলোচনা করেন এবং স্বাধীনতার অপশক্তিদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এর আগে, সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বর্তমান ইউপি চেয়ারম্যান, ইউ.পি সচিব ও ইউনিয়নের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।