জামিল করিম,সিলেট প্রতিনিধিঃসিলেট সদর উপজেলার তালুকদার পাড়ায় হযরত শাহ লালু ও দুলা রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে শুক্রবার বার্ষিক পবিত্র ওরস মোবারকের সমাপনী দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দীন আল-কাদরী এবং বিশিষ্ট সমাজ সেবক জনাব মইন উদ্দীন ঠিকাদারের সভাপতিত্বে মোবারক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকির মঞ্জিলের খাদেম হযরত মাওলানা মইন উদ্দীন জালাবাদী। প্রধান বক্তা হিসেবে নসিহত পেশ করেন হযরত মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ। মোবারক মাহফিলে আরো উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম তাহেরি, হযরত মাওলানা নুরুল আমিন,মাওলানা ইসহাক আহমদ,মাওলানা আব্দুল মালেক,মাওলানা সাইফুর রহমান প্রমুখ। ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে হযরত শাহ লালু ও দুলা রহমতুল্লাহি আলাইহির পবিত্র ওরস মোবারক আরম্ব হয়।৫ ফেব্রুয়ারী শুক্রবার সমাপনী দিনে আগত অতিথিগণ ওরসকে প্রকৃতরূপে বাস্তবায়ন এবং সকল অশ্লিলতা বর্জন করে আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথে চলার উপর গুরুত্বারোপ করেন।তাঁরা বলেন ওরস কোন ক্রমেই অশ্লিলতার মঞ্চ হতে পারে না।সুন্নি মুসলমানদের সকল অশ্লিলতা রোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার তাগিদ দেন বক্তারা। মিলাদ কিয়াম এবং মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।