জামিল করিম,সিলেট প্রতিনিধিঃ সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দামড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত দু’জন হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট এলাকার এবাদুর রহমান খোকন (২৭) ও গোয়াইনঘাট উপজেলার নলজুরি পশ্চিমপাড়া গ্রামের রাসেল আহমেদ (৩৫)। ফায়ার সার্ভিস সিলেটের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোয়ার্দার জানান, ট্রাকটি মাটি পরিবহনের কাজে নিয়োজিত ছিল। কাজ শেষে জৈন্তাপুর ফেরার পথে দামড়ি ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। মাটি কাটার কাজে ব্যবহৃত ট্রাকটি ব্রেকফেল করে খাদে পড়তে পারে, প্রাথমিকভাবে এমন ধারণা করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকটি উদ্ধার কাজে নিয়োজিত আছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। অপরদিকে পুলিশ ও ফায়ার সার্ভিস দেরিতে আসায় বিক্ষুব্ধ জনতা প্রায় ১ ঘন্টা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে।উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।