ফরহাদ মাহমুদ চট্টগ্রাম প্রতিনিধি:-জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক গঠিত Intergovernmental Oceanographic Commissioon (IOC) ২০২১ থেকে ২০৩০ পর্যন্ত এ ১০ বছরকে সমুদ্র বিজ্ঞানের দশক ঘোষণা করেছে। সমুদ্রকেন্দ্রীক টেকসই উন্নয়নের লক্ষ্যে IOC কর্তৃক সমুদ্রবর্তী ১৯টি দেশের সমন্বয়ে ভারতীয় মহাসাগরীয় কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ২৭ সেপ্টেম্বর ২০২০ দুপুর ১২.৩০ টায় চবি উপাচার্য দপ্তরে উক্ত কমিটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এসময় চবি মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রাশেদ-উন-নবী, উক্ত কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান চবি ওশানোগ্রাফি বিভাগের সভাপতি ড. মোহাম্মদ মোসলেম উদ্দীন, উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম, সহকারী অধ্যাপক জনাব মোঃ এনামুল হক এবং সহকারী অধ্যাপক জানাব মোহাম্মদ সাইদুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন। মাননীয় উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ভারতীয় মহাসাগরীয় কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় ড. মোহাম্মদ মোসলেম উদ্দীনকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের সমুদ্রতীরবর্তী অঞ্চলগুলোর অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সমুদ্রসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্পদ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনেও গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এ জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনার মাধ্যমে সমুদ্রকেন্দ্রীক টেকসই উন্নয়ন নিশ্চিত করা। তিনি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সমুদ্র বিষয়ে অধিকতর গবেষণা পরিচালনার ওপর গুরত্বারোপ করেন। মাননীয় উপাচার্য কমিটির কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন।