মোহাম্মদ হাসানঃ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রাহমান এর সাথে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫ ঘটিকার সময় অক্সিজেনস্থ হোটেল জামানে অনুষ্ঠিত মতবিনিময় সভার সংগঠনের নেতৃবৃন্দ অতীতের কার্যক্রম তুলে ধরেন এবং আগামীর লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়ন পদ্ধতি অবিহিত করেন। এসময় নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরাবরে চট্টগ্রাম উত্তর জেলার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার অসাংগঠনিক ও ভুয়া কমিটির ব্যাপারে বিস্তারিত কাগজপত্র সহকারে তুলে ধরেন। সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জাবেদ জাহাঙ্গীর টুটুল ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন চৌধুরীসহ নেতৃবৃন্দ শেখ আতাউর রহমানকে উত্তর জেলার উপদেষ্টা হওয়ার প্রস্তাব করলে তিনি সম্মতি সহ সংগঠনটির ভূয়সী প্রশংসা করে এবং আগামীতে সকল সাংগঠনিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।