সংবাদ সংগ্রহ: মোঃ জাহাঙ্গীর আলম জাহান- নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস কান্তি রায় ও এএসআই আনোয়ার হোসেন তাদের সাথে থাকা ফোর্সসহ রায়পুরা থানাধীন পলাশতলীতে অভিযান চালায়। ৩:৪০ মিনিটে পরিচালিত এই অভিযানে রায়পুরা থানার পলাশতলী এলাকার জসিম উদ্দিনের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে মামুন মিয়া (২৮) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি নরসিংদী শাখা। আসামি মামুন মিয়া,রায়পুরার পলাশতলী এলাকার জয়ধর আলীর ছেলে। এছাড়াও বিকাল ৫:৪০মিনিটে শিবপুর মডেল থানাধীন বাজনাব বাসস্ট্যান্ডের আবু তাহের সিনহা ষ্টীল ফার্নিচারের সামনে থেকে জিদান (২৪), মহসিন (২২) ও ফারুক (৩৫) নামে চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা। জিদান, শিবপুরের হারুন মিয়ার ছেলে। এছাড়াও মহসিনের পিতা ফজলু মিয়া। তার বাড়ি শিবপুরের কামরাব এলাকায়। অন্যদিকে আসামী ফারুক বাজনাব এলাকার অলেক চানের ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকালে তাদের কাছ থেকে সর্বমোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ১,২০,০০০ টাকা। পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত আসামী জিদানের বিরুদ্ধে ইতোপূর্বে ৩ টা মামলা ও আসামী মহসিনের বিরুদ্ধে ইতোপূর্বে দুইটা মামলা রয়েছে। গ্রেফতার সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।