পাপ্পু কুমার, তানোর প্রতিনিধি : রাজশাহী তানোরে করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধনের প্রথম দিনেই ১০ জনকে টিকা প্রদান করা হয়েছে। আজ রবিবার সকালে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। কার্যক্রমেরএসময় উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান, তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও রোজিয়ারা খাতুন প্রমুখ।৮৪ জন রেজিষ্টেশন করলেও প্রথম দিনে ১০ জনকে করোনা ভ্যাকসিন টিকা প্রদান করা হয়েছে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, তানোর মোট ১৩ হাাজার ২৭০জনের জন্য বরাদ্ধ এসেছে।পর্যায়ক্রমে আরো আসবে। তিনি বলেন ৮৪ জন রেজিষ্ট্রেশন করেছেন রেজিষ্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে।