মাকসুমুল মুকিম, দোহার – নবাবগঞ্জ (ঢাকা) ঢাকার দোহারের জয়পাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। আসন্ন পবিত্র রমজান মাস কে কেন্দ্র করে দোকানীরা যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য না বাড়াতে পারে সে লক্ষ্যে বাজার এলাকা নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়েছে বলে যানা যায়। ৩১ মার্চ (বুধবার) বাজার মনিটরিং শুরু করেছে উপজেলা প্রশাসন। দোহারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক-স্থিতিশীল রাখতে বাজারে পাইকারি ও খুচরা বাজারে মনিটরিং করা। এ সময় মোবাইল কোট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটে সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র। তিনি বলেনঃ- বাজারসমূহ তদারকি করা, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে অবশ্যই ইনভয়েস/ক্রয় রশিদ সংরক্ষিত রাখা, দোকানে বাজার মূল্য তালিকা টাঙানো, স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা-বাণিজ্য করা, পচা-বাসি খাবার বিক্রি না করা, খোলা অবস্থায় খাবার বিক্রি না করা এবং তোহাবাজারে সামাজিক দূরত্ব-স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করা নিশ্চিত করতে হবে। এ সময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় ৩ জনকে ৬০০ টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে সহযোগীতা করেন এস আই আবুল কালাম আজাদ দোহার থানা এবং দোহার থানা পুলিশ ফোর্স।