এম এ হাসান কুমিল্লাঃ কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী মিয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল বলেছেন,নিঃসন্দেহে ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল পৃষ্ঠপোষক,আমাদের ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি বিজিএমইএ সাবেক সফল সভাপতি জনাব মোস্তফা গোলাম কুদ্দুস সাহেব।তিনি রাজধানী ঢাকায় অবস্থান করেও এলকার যুব সমাজ কে খেলাধুলায় উৎসাহ উদ্দীপনা দিতে খেলার মাঠের সমস্যা, খেলোয়াড়দের অনুশীলন, খেলার সামগ্রী সহ বিভিন্ন টুর্নামেন্ট এর কাজে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকেন।বিশেষ করে ফুটবল একাদশের সর্বোপরি কর্মকান্ডে আন্তরিক সহযোগিতা প্রদান করার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।আর তাই ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গনে আমরা গর্বিত এমন মহান পৃষ্ঠপোষক পেয়ে।বৃহস্পতিবার উপজেলার মিয়াবাজার স্কুল এন্ড কলেজ মাঠে প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান কালে তিনি এসব মন্তব্য করেন।সরজমিনে দেখা যায় যে উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি এবং সোয়েটার প্রস্তুত ও রফতানিকারক প্রতিষ্ঠান ড্রাগন গ্রুপের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস সাহেব এর সম্মাননায় স্থানীয় মিয়াবাজার স্পোর্টিং ক্লাবের উদ্যােগে মিয়াবাজার স্কুল এন্ড কলেজ মাঠে বৃহস্পতিবার বিকেলে এক জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মিয়াবাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি কামাল হোসেন এর সভাপতিত্বে ও মিয়াবাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান জালাল,উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজী জয়নাল আবেদীন হাজারী, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন, সোহেল হাজারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইকবাল হাজারী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সহ-সভাপতি অহিদুল ইসলাম, শ্রমিক লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান সহ ইউনিয়ন ছাত্রলীগ যুবলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মিয়াবাজার স্পোর্টিং ক্লাবের দায়িত্বে থাকা বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দ। উক্ত জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে চৌয়ারা ওরা এগারো জন স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে মিয়াবাজার স্পোর্টিং ক্লাব জয় লাভ করে।