মাসুদ রানা:দেশের চলমান পরিস্থিতি খারাপ হওয়ায় ও দিনের পর দিন মৃত্যুর মিচিল বেডে যাওয়ায় সরকার সাত দিনের কঠোর লকডাউন ঘোষনা করেছেন।কেননা করোনার থাবায় থমকে আছে পৃথিবী’পাল্টে গেছে চিরচেনা রাজধানীর চিত্র মৃত্যু ভয়ে আপন মানুষগুলোও যেন পর হয়ে যাচ্ছে শহর থেকে পাড়ি জমাচ্ছে মানুষ নিজ জম্মস্থান গ্রামে’বন্ধ হয়ে গেছে স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান হাট বাজার ও রাজধানীর নামী দামী শপিং মল ।তার মধ্য ও অনলাইন প্লাল্ট ফ্রমে কঠোর লক ডাউন উপেক্ষা করে নিজেদের সার্ভিস অব্যাহত রাখবেন বলে ঘোষনা দেন আইফিক্সস ফাস্ট রিপেয়ার এর সিইও আকিবুল ইসলাম আরিয়ান।অন্যদিকে মার্কেটের অন্য সকল সার্ভিসিং এর দোকানদারগন অভিযোগ তুলেছেন আমরা সরকারে সকল বিধি বিধান মেনে কি ভুল করেছি? নিজেরা কষ্ট করে সরকারের আইন মেনে যাচ্ছি। আর সরকারে নাকের ঢগায় নিয়ম নীতির তোয়াক্কা না করে স্বাস্হ্য বিধির কথা চিন্তা না করে মার্কেটের সামনে অনেক লোকের সমাগম ঘটিয়ে কঠোর লকডাউন উপেক্ষা করে দুরত্ব বজায় না রেখে মাস্ক ব্যবহারের অনিহা হয়ে সরকারী বিধি বিধানের তুয়াক্কা না করে মোতালিব প্লাজার গাড়ি রাখার পার্কিংএকটি ছোট কক্ষে কিভাবে ঢাক ডোল পিটিয়ে চালাচ্ছেন মোবাইল সার্ভিসিং এর রমরমা ব্যবসা তা আমাদের জানা নেই,এতে আমরা বাকী সব ব্যবসায়ী ক্ষুব্ধ ও প্রশাসনের নজরদারী নাই বলে জানান বলে জানান বাকীসব দোকানদারগণ।অন্য দিকে আইফিক্সস ফাস্ট রিপেয়ার এর সিইও আকিবুল ইসলাম আরিয়ান বলেন,আমরা গ্রাহকের সেবার কথা চিন্তা করে করোনা কালীন মহুত্ব্য সবসময় নিজেদের নিয়োজিত রাখতে চেষ্টা করি তাইতো কঠোর লকডাউনে সীমিত পরিসরে আমাদের সেবার মান দরে রাখার জন্য আমাদের সার্ভিস টি স্বল্প পরিসরে পরিচালনা করে যাচ্ছি।