জামিল করিমঃভারতে কুরআন বিরোধী রিট,শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধসহ মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের প্রতিবাদে পুরো দেশ জুড়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুম‘আ নামাজ পর ‘বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা-জালালাবাদ থানা শাখা’ কর্তৃক থানাধীন তেমুখী পয়েন্ট হতে শাহ্-জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্মুখ পর্যন্ত এক বিক্ষোভ মিছিল পালিত হয়। বিক্ষোভ মিছিল শেষে শাহ্-জালাল বিশ্ববিদ্যালয় গেইটে অনুষ্ঠিত হয় পথসভা।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জালালাবাদ থানা শাখার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আলী জাবেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুসাইন আহমদ রণির সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সিলেট জেলা শাখার মুহতারাম সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুস সবুর ইমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা তাওহিদুল ইসলাম জুবায়ের,শুয়াইবুর রহমান,জামিল করিম।
বক্তাগণ তাঁদের বক্তব্যে ভারতে কুরআন-বিরোধী রিট ও শ্রীলঙ্কার সাম্প্রদায়িক উস্কানিমূলক কালো-কানুনের তীব্র নিন্দা জানান। পাশাপাশি পুরো মুসলিম উম্মাহ্’র প্রতি আহ্বান জানান ঐক্যবদ্ধতার। দেশজুড়ে নিত্য পণ্য দ্রব্যের দাম মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধির প্রতিবাদও করেন বক্তারা; সিন্ডিকেটের টুটি চেঁপে ধরার আহ্বান রাখেন।
পথসভায় সম্প্রতি মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল ছাত্রজনতাকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ছাত্রসেনার নেতারা।