মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলা সহ সারাদেশে আওয়ামী রাজনীতির নিকট অতীতের কঠিন সময় ১৯৯১-৯৬,২০০১-২০০৮ সাল। যখন কথা বলার জো্ঁ ছিলো না। অন্যায় হচ্ছে হবে প্রতিবাদ করা যাবে না। জয় বাংলা – জয় বঙ্গবন্ধু শ্লোগান দেয়া যাবেনা হাতের আঙ্গুল হারানোর আশংকায়।নিরাপদে লাশের দাফন করা যায়নি কবরস্থান দখল হয়ে গিয়েছিল বলে। সেই কঠিন সময়ের একজন ছাত্রলীগ নেতা তৎকালীন মীরসরাই কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ হুমায়ুন কবির এর ফেসবুকের একটি পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পোষ্টটি হুবাহু তুলে ধরা হলোঃ
“বিবেকের তাড়নায় কিছু লিখা”
পরম শ্রদ্ধা ও সম্মান রেখে সবিনয়ে জানতে চাই!
আপনি মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও মুজিব আদর্শের ধারকবাহক মনে করেন!!?
আমিও, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামীলীগ প্রতিষ্ঠাতা বংশীয় পরিবারের সন্তান।।
২১বছরের ক্ষমতাহীন মুজিব আদর্শের আওয়ামী রাজনীতির করুণ দুঃসময়ে আমারও শ্রম, ঘাম, রক্ত আছে!? জেল খেটেছি!?ডান্ডা বেরী টেনেছি!?
ছাত্রলীগের রাজনীতি করার সময় আমার জন্য
আমার “মা”তার লক্ষ লক্ষ (বর্তমানে ৪/৫কোটি ) টাকার সম্পত্তি বিক্রি করেছে!?।।)
৯২থেকে ৯৬অসহযোগ আন্দোলন পর্যন্ত ততকালীন ছাত্রলীগ,যুবলীগ নেতাকর্মীরা বছরের পর বছর আমার মা”য়ের রান্না করা ভাত খেয়ে রাজপথ দখলে রেখে ছিলো!!?????
ওয়ান ইলেভেনে(১/১১) আমাকে ধরার জন্য সেনাবাহিনী কামান নিয়ে আল্লাহর ঘর মসজিদ ঘেরাও করলো!!?? (তাদের খবর ছিলো আমি মসজিদে নামাজ পড়তে ঢুকেছি।)
কেন???
কারন শেখ হাসিনাকে গ্রেফতার করলে মিরসরাইতে জীবনবাজী রেখে রাজপথে আন্দোলন করার লোকেদের তালিকা আমার নাম এক নাম্বারে ছিলো!!??????
আপনার ব্যাক্তিগত রাজনীতির দুঃসময়ে!!?? আমার ঘাম,শ্রম এবং নিজের পকেটের লক্ষ লক্ষ টাকা খরচ করেছি!???
বিনিময়ে কোন দিন কিছু চেয়েছি???।।
আপনি দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের জেলা থেকে কেন্দ্রীয় পদপদবী নিয়ে নেতৃত্ব দিচ্ছেন, এম,পি, মন্ত্রী হচ্ছেন!!??
জামাত, বি,এন,পি ও অন্য দলের ব্যাপারে আপনি আপোষহীন!!?
কিন্তু আপনার উপজেলায় কিছু ইউনিয়ান, পৌরসভা, উপজেলা এবং জেলা কমিটিতে
কঠিন প্রতিকূলতায় নীতি ও আদর্শের প্রশ্নে আপোষ করেনি।
একুশ(২১) বছরের ক্ষমতাহীন মুজিব আদর্শের রাজনীতিতে হামলা, মামলা জেল, জুলুম নির্যাতন সহ্য করেছে এবং এত দুঃখ -কষ্টের মধ্যেও লোভ লালসার কাছে পরাজিত হয়নি সে সব নিঃস্বার্থ, ত্যাগী ভালো ও যোগ্য নেতাকর্মীদের পদপদবী থেকে কেন বঞ্চিত করলেন!!??।।
অনেক জন আওয়ামী রাজনীতির করুণ দুঃসময়ে নিজে পরিবারের ধান্দায় বিদেশ চলি গেলো!? ৬/৭ বছর পর ফিরে এসে পদ পায়!!??
আওয়ামী রাজনীতির করুণ দুঃসময়ে নিজের ব্যাক্তি লাভের জন্য অন্য দলে চলে যাওয়া লোক পদ পায়!!?
শুধু মাত্র ব্যাক্তি গ্রুপিং ও প্রতিহিংসার । কারনে দলের দুঃসময়ে নিঃস্বার্থ ত্যাগী নেতাকর্মীরা পদপদবী পাবে না! সেটা কোন ভাবেই মেনে নেয়া যায় না??।।
এখনতো বি,এন,পি নাই!? জামাত নাই! ছাত্রশিবির নাই!? ছাত্রদল নাই!? ছাত্র ইউনিয়ন নাই!?………………নাই!
পুলিশ নাই!? বি,জি,বি(বি,ডি,আর)নাই!? সেনাবাহিনী নাই!?
শেখ হাসিনার একক কারিশমায় টানা তের(১৩) বছর ক্ষমতায়।।
সে জন্য বর্তমানে সবাই নেতা কর্মী নাই।।
তাইতো সাধারন জনগণ ও মুজিব আদর্শের নিঃস্বার্থ ত্যাগী নেতাকর্মীদের এই করুণদশা ।।
আল্লাহ্ একদিন বিচার করবেন যারা শুধু মাত্র ব্যক্তি স্বার্থের জন্য!! বামাতী,জামাতী, হাইব্রিট ও দালাললীগ দিয়ে কমিটি করার জন্য।।
প্রিয়! শেখ হাসিনা কে বলবো একবার স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ দিয়ে দেখেন বঙ্গবন্ধুর আওয়ামীলীগ কে আপনার অজান্তেই কোথায় নিয়ে গেছেন!!?।
না হয় পৌরসভার মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান মনোনয়ন ফরম কেন্দ্রীয় ভাবে দেওয়া হউক।
সেখানে একটা কলাম থাকবে দুঃসময়ের আপনার কি অবদান বিস্তারিত লিখুন???।।
মিয়া মোহাম্মদ হুমায়ুনদের এখনি মূল্যায়ন করার সময়।
মিরসরাই পৌরসভার নৌকার প্রার্থী করে জননেত্রী শেখ হাসিনা পারেন তৃণমূলের প্রাণ মিয়া হুমায়ুনদের মূল্যায়ন করতে।।
জয় বাংলা।। জয় বঙ্গবন্ধু