মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন চেয়ে দলীয় মনোনয়ন ফরম জমা করেছেন সাবেক ছাত্রনেতা মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কাশেম। আজ ১৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে দলীয় মনোনয়ন জমা জমা করেছেন এড.আবুল কাশেম।বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার দপ্তরে ফরম জমা দেয়ার সময়ে উপস্থিত ছিলেন জগন্নাথ কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবলীগ নেতা রবিউল হোসেন রবি। প্রসঙ্গত,সংঘাত আর বিভেদ এড়াতে এবার স্থানীয় নির্বাচনে মনোননয়ন ফরম বিতরণে নয়া কৌশল নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। চাইলেই যে কেউ মনোনয়ন ফরম কিনতে পারবেন না। দলীয় ম্যান্ডেট নিতে হলে জেলা, উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের রেজুলেশনে প্রার্থীর নাম থাকতে হবে। অর্থাৎ দলের সমর্থনের বাইরে কেউ যেনো নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য এই পন্থা অবলম্বন করা হয়েছে বলে ইতিমধ্যে দলটির নীতিনির্ধারণী ফোরমের একাধিক নেতা গণমাধ্যমে জানিয়েছেন