মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার যুব সমাজের উদ্যোগে আয়োজিত মুজিব শতবর্ষ রাত্রীকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল ৫ ফেব্রুয়ারি শুক্রবার রাত আটটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ১নং করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম।পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ওমর ফারুক ইমনের সঞ্চালনায় সভাপতি তোফায়েল আমিন মাসুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন নয়ন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কালাচাঁদ চৌধুরী, করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ উল্যাহ, ফেনী কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি তৌহিদুল হক কোম্পানি। এছাড়া উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক করিমুল হক, প্রচার সম্পাদক ডা. মহিম উদ্দিন, সদস্য গোলাম মর্তুজা, মীরসরাই উপজেলা যুবলীগ নেতা আরফিন নাহিদ, অভিযান ক্লাবের সাবেক সভাপতি মোতাহের হোসেন, সোলেমান উদ্দিন বাদশা, বর্তমান সভাপতি আমিনুল হক সজীব, সহ-সভাপতি জাকারিয়া মহিম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মতিউর রহমান, রফিক সোহেল, আরিফুর রহমান, মোহাম্মদ নাঈম ও মারিফুল মুহিন প্রমুখ। উদ্বোধনী খেলায় স্মৃতির ক্যানভাস করেরহাট বনাম চম্পকনগর ইউনাইটেড ক্লাবের মধ্যকার খেলায় টাইব্রেকারে(২-০)গোলে চম্পকনগর ইউনাইটেড ক্লাব কে পরাজিত করে।