ডেক্স নিউজঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের আবুতোরাব বাজার থেকে ইট-কংক্রীট লুটপাট মামলার আসামি সাবেক ছাত্রদল নেতা আজমল হোসেন সুলনকে গ্রেফতার করেছেন মীরসরাই থানা পুলিশ। ঘটনার বিবরণে জানাযায়, গত মাসাধিক কাল সময় ধরে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার আবুতোরাব এলাকায় চুরি, ডাকাতি, লুটপাটের ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফ এন্টারপ্রাইজ এর ইট ও কংক্রিট লুট করে নিয়ে যাওয়ার সময় ইট বোঝাই ট্রাক সহ দু’ব্যাক্তিকে গ্রেফতার করেন মীরসরাই থানা পুলিশ। এরপর গ্রেফতারকৃত দু’ব্যাক্তির স্বীকারোক্তি মতে বেশ কয়েকজনের বিরুদ্ধে লুটপাটের মামলা হয়। ১১ মার্চ বৃহস্পতিবার ঐ লুটপাট মামলার আসামি আজমল হোসেন সুলনকে গ্রেফতার করেন মীরসরাই থানা পুলিশ। তবে ঐ লুটপাট মামলার আসামি সুলন সাবেক ছাত্রদল নেতা হলেও তাকে ছাড়িয়ে নিতে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান কবির নিজামী জোড় তদবির চালাচ্ছেন এবং স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কে ব্যাবহার করছেন বলে অভিযোগ উঠেছে।