মোহাম্মদ হাসানঃচট্রগ্রাম জেলার মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী,ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য আলহাজ্ব এডভোকেট এম এ কাশেম মনোনয়ন পত্র জমা করেছেন। আজ ২৩ সেপ্টেম্বর বুধবার সকালে মীরসরাই উপজেলা সদরে রিটার্নিং কর্মকর্তার নিকট এ মনোনয়ন পত্র জমা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন,মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ইউনুস মাস্টার সহ নেতৃবৃন্দ। এসময় এম এ কাশেম বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত “গ্রাম হবে শহর” এ পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে মিঠানালা ইউনিয়ন কে একটি বাসযোগ্য আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করে যাব।