ফরহাদ মাহমুদ, চট্টগ্রাম প্রতিনিধি..
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, আইন অনুষদের সাবেক ডিন, বিশিষ্ট আইনজ্ঞ, আইন বিষয়ক বহু গ্রন্থ প্রণেথা, বাংলাদেশ আইন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম প্রফেসর ড. এম শাহ আলমের আত্মার মাগফেরাত কামনায় চবি আইন অনুষদের উদ্যোগে ১৬ সেপ্টেম্বর ২০২০ সকাল ১০ টায় চবি এ. কে. খান আইন অনুষদ ভবনে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকসভা এবং মুনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান।
শোক সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, আইন অনুষদের সাবেক ডিন ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর মোঃ জাকির হোসেন, আইন বিভাগের প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মঈদ উদ্দীন, সহযোগী অধ্যাপক জনাব মোঃ আবদুল্লাহ আল মামুন এবং সহকারী অধ্যাপক জনাব ফারজানা ইয়াসমিন। সভায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম. সালামত উল্যা ভূঁইয়া, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফাসহ উক্ত অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ-জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন