আলমগীর হোসেন মনোহরগঞ্জ প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৪নং ঝলম উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল চৌধুরী তার গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি তার বাড়িতে এক মতবিনিময় সভার আয়োজন করেন। এসময় তিনি গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা আমার প্রিয় গ্রামবাসীরা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, আমি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হয়েছি। যদি আমাদের প্রিয় নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রী জনাব মো. তাজুল ইসলাম মহোদয়ের সমর্থন ও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাই তাহলে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করবো। তাই আমি দলমত নির্বিশেষে আপনাদের সকলের সহযোগীতা ও সমর্থন চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আর যদি আমি দলীয় মনোনয়ন না পাই, তাহলে যে প্রার্থী আমাদের ইউনিয়নে নৌকা প্রতীকের দলীয় নমিনেশন পাবে আমরা সকলে মিলে তার জন্য কাজ করবো। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝলম উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মাস্টার আব্দুল মোমিন তালুকদার। এসময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মাস্টার আব্দুস সোবাহান, সাত্তার পাটোয়ারী, জয়নাল আবদীন, সাবেক মেম্বার আমানত উল্লাহ, বর্তমান মেম্বার মোশারফ হোসেনসহ আরো অনেকে। উল্লেখ্য, রাসেল চৌধুরী মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও ঝলম উত্তর ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান আহ্বায়ক। তিনি ঝলম উত্তর ইনিয়নের দেবপুর গ্রামের বাসিন্দা