ফরহাদ মাহমুদ চট্টগ্রাম প্রতিনিধি :পাঁচ দিন বন্ধ থাকার পর গেল শনিবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলসির টেন্ডার করা আটটি পেঁয়াজ ভর্তি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করে। এতে প্রায় ২৪০ টন পেঁয়াজ ছিল। তবে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বেশিরভাগই পচা। আরো যে দুটি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করা হয়েছে তা থেকে জানা ভারত থেকে আসা বেশিরভাগ পেঁয়াজ পঁচা। এসব পেঁয়াজ পাইকাররা ফ্রীতেও নিতে চাচ্ছে না। কোন কোন আমদানিকরাক এসব পচা পেঁয়াজের ৫০ কেজি বস্তা ৫০ টাকায় বিক্রি করছে। এতেও মিলছে না বলেও জানান বিক্রেতারা।