প্রতারণার নতুন কৌশলসতর্কতামুলক পোস্ট! বিকাশের নতুন প্রতারণা!বিকাশে প্রতারণার ধরন বদলে গেছে।গত ৪/০৯/২০১৯ তারিখে মাগরিবের নামাজের পর আমার দোকান একজন বিকাশ করার জন্য আসে। সে হাতে একটা কার্ড দিয়ে বলে এই নাম্বারে ৫ হাজার টাকা বিকাশ করতে। সে টাকাও আমাকে দিয়ে দেয়।আমি যথাযথ তার দেয়া নাম্বারে টাকা বিকাশ করি। পাশেই অন্য আরেকজন কাস্টমারকে কি লাগবে তা জিজ্ঞেস করি।এমতা অবস্থায় ঐ লোক বলে ভাই বিকাশের টাকা তো আসে নাই।আমি সাথে সাথে সব চেক করলাম, দেখি আমারই একটা ডিজিট ভুল হইছে। যেহেতু ভুলটা আমারই তাই আমি আবারো তার দেয়া কার্ডের নাম্বারে বিকাশ করে দেই। মনটা খারাপ হয়ে যায়। আমি সেই ভুল নাম্বারে যে বিকাশ করছিলাম, সেই নাম্বারে কল দেই, রিং হয়। একটা লোক রিসিভ করলো। আমি সব খুলে বললাম। সে চেক করে বললো হ্যা ভাই টাকা এসেছে, আমি ৩০ মিনিট পরে টাকা ব্যাক করে দিচ্ছি।কিছুটা চিন্তা মুক্ত হলাম। কিন্তু ২ ঘন্টা পরেও আর টাকা আসে না, কলও ঢুকে না।আমার পরিচিত মিরপুর শাহ আলী থানার একজন এসআই কে বললাম। সে কল লিস্ট চেক করে দেখলো ঐ ব্যাক্তির নাম্বারে মাত্র একজনের কথা হইছে। আমি সেই নাম্বারে কল দিলাম। জানলাম সেও বিকাশ এজেন্ট। সেও ভুল নাম্বারে বিকাশে করেছে, সেও ১টি মাত্র ডিজিট ভুল করেছে, সেও ৫ হাজার টাকা ধরা খেয়েছে। আজব!!!কিভাবে সম্ভব দুজনের এতো মিলে যাওয়া?তখন ঐ বিকাশ এজেন্ট বললো ভাই আপনার দোকানে কি সিসিটিভি আছে? আমি বললাম হ্যা ভাই আছে।সে বললো ভাই আপনি যেই কার্ডের নাম্বারে বিকাশ করছেন দেখেন তো ঐ কার্ডে কোন গড়মিল আছে কিনা।আমি সাথে সাথে চেক করি। আমি অবাক হয়ে গেলাম! যে লোকটা আমাকে বিকাশ করার জন্য কার্ড দিয়েছিল ঐ কার্ডের নাম্বারে বিকাশ করার পরেই সে বাম হাত দিয়ে কার্ডটা তার পকেটে ঢুকিয়ে ফেলে, আর ব্যাগের নিচ থেকে আরেকটা কার্ড সামনে রাখে।লুকিয়ে ফেলা কার্ড আর ঐ কার্ড হুবুহু এক মাত্র একটা ডিজিট পরিবর্তন করা।১ম কার্ডে যেখানে ৬ পরের কার্ডে সেখানে ৯।কোন ব্যাক্তির পক্ষে এক দেখায় এই ভুল ধরা প্রায় অসম্ভব। লক্ষ করে দেখলাম ২য় কার্ডটা সে আগেই প্রস্তুত করে রেখেছিল।এর সাথে আমি এটাও বুঝতে পারলাম, আমি ভুল করিনি আমি প্রতারণার স্বীকার।সবাই শেয়ার, কপি করেন।Samiul Haque Nibir এর সাথে ঘটে যাওয়া এই ঘটনা। তার দোকান গোলারটেক মাঠের সাথেই।Riaz Ahmed টাইম লাইন থেকে নেয়া,।কপি পোস্ট