ফরহাদ মাহমুদ চট্টগ্রাম প্রতিনিধি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) বন্দরজোন কমিটির জরুরী বর্ধিত সভা ০১অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় বন্দরটিলাস্থ একটি রেস্তোরেন্টে সিনিয়র সহ-সভাপতি মোঃজাফর ইসলাম জাহেদ’র সভাপতিত্বে সম্পন্ন হয়।কেন্দ্রিয় কমিটি নির্দেশিত বন্দর জোন কমিটিতে পেশাগত সাংবাদিক ও দায়িত্বশীল কলম সৈনিকদের নিয়মিত সদস্য করণ ,স্বচ্ছ-দক্ষ,পরিচ্ছন্ন সংবাদকর্মী-সংগঠকদের সম্মিলিত এবং নির্যাতিত সাংবাদিকদের ব্যাপারে সংগঠন কে দায়িত্বশীল ভূমিকা পালন সহ অনিয়মিত সদস্যদের বিএমএসএফ‘র কমিটি থেকে বাদ দিতে সিদ্ধান্ত হয়।সাঃসম্পাদক মুঃবাবুল হোসেন বাবলার সঞ্চালনায়ে সভাতে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কমিটির সদস্য মোঃআসাদুল ইসলাম, বন্দর জোন কমিটির যুগ্ন সম্পাদক শাহিন আলম, দপ্তর সম্পাদক-এম.এ দাউদ, প্রবীন সাংবাদিক ও সদস্য-আব্দুল বারেক সহ কমিটির ১১জন সদস্য সভায় উপস্থিত ছিলেন।সভা থেকে বন্দর এলাকায় পূর্বে জেলা কমিটির সদস্য ও কিউ টিভির রিপোটার মোঃআসাদুল ইসলাম কে নির্যাতন,মোবাইল ছিনতাই ও টাকা ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ জানানো হয়। সেই সাথে দায়ি কিছু ছাত্র সংগঠনের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি করেন।এছাড়া বন্দর-ইপিজেড ও পতেঙ্গা এলাকায় কিছু ব্যক্তি সাংবাদিক পরিচয়ে অনৈতিক কর্মকান্ড, চাদাঁবাজি, প্রতারণা সহ বিএমএসএফ’র ক্ষতি সাধন করছে । তাদের চিহৃদ করে আইনের আওতায় স্ব-স্ব থানা কে অবহিতকরণ করে স্মারকলিপি,জেলা প্রশাসন কে সদস্যদের অবস্থান জানিয়েপত্র এবং কেন্দ্রিয় কমিটিতে সংগঠনের ত্রৈ-মাসিক রিপোট দাগিল করা হবে বলে সভার সভাপতি জাফর ইসলাম ও সাধারণ সম্পাদক মুঃবাবুল হোসেন বাবলা প্রেস বার্তায় জানিয়েছেন।