সংবাদ সংগ্রহ: জাহাঙ্গীর আলম জাহান- ময়মনসিংহের ফুুলপুর উপজেলার বাশাটি পশ্চিমপাড়া(অাহলে হাদিস মসজিদ সংলগ্ন) নামক স্থানে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৩ সেপ্টেম্বর অানুমানিক দুপুর ১টায় পলি পরিবহণ নামের বাস ও দোয়েল পরিবহণ নামের একটি কাভার্ডভ্যানের মুখোমুখি এ সংঘর্ষে অন্তত ৩০ জন অাহত হওয়ার খবর পাওয়া গেছে। গাড়ির ভিতর অাটকে পরায় গাড়ি কেটে ড্রাইভারকে বের করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। তার নাম দ্বীন ইসলাম, বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। সে দোয়েল পরিবহনের ড্রাইভার। উদ্ধার কাজ পরিচালনা করেন ফুুলপুর ফায়ারসার্ভিস, পুলিশ ও রেড ক্রিসেন্ট সোসাইটির সেচ্ছাসেবীগন।