মোহাম্মদ হাসানঃ বারইয়ারহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন। আজ ২৮ ফেব্রুয়ারি রোববার পঞ্চম ধাপের নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে রেজাউল করিম খোকন পেয়েছেন ৪ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীক নিয়ে দিদারুল আলম মিয়াজি পেয়েছেন ১৩১ ভোট। রিটানিং কর্মকর্তা নাজিম উদ্দিন ভূঁইয়া জানান, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কোন ধরনের অপ্রীতিকর ঘটনারছাড়াই একটানা ভোটগ্রহণ করা হয়। এখানকার ৯টি ওয়ার্ডের মোট ভোটার ৮ হাজার ৬৫৫ জন। তন্মধ্যে পুরুষ ৪ হাজার ৫৯৪ জন ও মহিলা ভোটার ৪ হাজার ৬১ জন। এখানকার মোট কেন্দ্র ৯টি। এখানে ২৭টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলে। প্রত্যেকটি কেন্দ্রে ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩টি কেন্দ্র নিয়ে ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিলেন । নিরাপত্তার জন্য ১ প্লাটুন বিজিবি, ২৫০ পুলিশ সদস্য ৭৭ জন আনসার ও সার্বক্ষণিকভাবে র্যাবের টহল ছিল