সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, কৃষি বিভাগ, নিকট আত্মীয়, প্রতিবেশী, বিত্তশালী, হৃদয়বান ব্যক্তি, প্রধানমন্ত্রী তথা রাষ্ট্র, কারোর কি কিছুই করার না-ই.? আমার মেয়েটাকে কে দেখবে.? কথাগুলি বিরল রোগে অাক্রান্ত মোহাম্মদ আলা উদ্দীন সুমনের।তিনি পাকস্থলীর এক কঠিন রোগে আক্রান্ত। খাবার খেতে পারেননা ক্রমান্বয়ে শরীরের ওজন হ্রাস পেয়ে ৭৫ কেজি থেকে ৪০কেজিতে দাঁড়িয়েছে এবং ক্রমে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। বিবিশেষজ্ঞ ডাক্তার বলেছেন অপারেশন করলে এ-ই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। অপারেশন করতে প্রায় পাঁচ লক্ষ টাকা প্রয়োজন। হ্নদয় দিয়ে একটু ভাবুনতো…… কোটি কোটি টাকার সম্পদ গড়েছেনমৃত্যুর পর কবরে কি নিয়ে যাবেন.? হিসাবটা এমনই-১। কাপনের কাপড়- ১০০০/-২। গোসলের সাবান- ৩৫/-৩। অাতর ৫০/-৪। গোলাপ জল ৩৫/-৫। কর্ফুর ৫০/- মোট = ১১৭০/-কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। অর্জন করেছেন কত দুনিয়াবী ক্ষমতা। কিছুই নিতে পারবেন না। শুধু মাত্র ১১৭০/- টাকা নিয়েই যেতে হবে.! অার শুধু নিতে পারবেন অাপনার অর্জিত নেক অামল ও দান সদকার হাদিয়া। তাই অাসুন অাত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করি। দান সদকার হাত প্রশারিত করি। পরকালে কবরের সম্পদ গড়ি। মোহাম্মদ অালা উদ্দিনদের মত অসহায় মানুষের পাশে দাঁড়াই। চিকিৎসা সহায়তা পঠানো যাবে-MOHAMMAD ALA UDDIN A/C :0012200000028Baktar munshi Bazar Branch,First security islami bank ( FSIBL)Sonagazi, Feni বিকাশ-০১৮২০২৫৭৩৭৬ ( নিজস্ব)ফেনী জেলার সোনাগাজীর রাজাপুর গ্রামের আলা উদ্দীন সুমন -বিদেশে না গিয়ে কৃষি বিভাগের পরামর্শে কৃষি যন্ত্রপাতির উপর সরকারীভাবে প্রশিক্ষণ নিয়ে আধুনিক কৃষি যন্ত্র সিডার,রিপার, কম্বাইন্ড হারবেষ্টার,পাওয়ার থ্রেসার ইত্যাদি যন্ত্রের মেকানিক ও চালক তিনি।এলাকায় আধুনিক চাষাবাদের সুত্রপাত হয় তার হাত ধরেই। কৃষি বিভাগের সকল প্রোগ্রামে তার সতস্ফুর্ত অংশ গ্রহন ছিল চোখে পড়ারমত। স্থানীয়, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের অনেক প্রশিক্ষনে অংশ গ্রহণ করে দেশ ও জাতীর উন্নয়নে নিজেকে নিয়োজিত করেছিলেন। অংশ গ্রহন করেছিলেন সমৃদ্ধির কৃষির উন্নয়নে। অাজ তিনি অসুস্থ হয়ে মৃত্যুর সাথে লড়ছেন। অামি একজন সচেতন নাগরিক হিসেবে মহান রাব্বুল অালামীনের নিকটে তার রোগমুক্তি প্রার্থনা করছি এবং স্ব হৃদয়বান ব্যক্তিদের নিকট ওনার চিকিৎসা সহায়তা কামনা করছি।