ফরহাদ মাহমুদ, চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর ইপিজেড এলাকায় আলোরপথে-দিগন্ত ডেভেলপমেন্ট সোসাইটি(এডিডিএস)’র সাথে বন্দরটিলাস্থ কমিউনিটি লিডারদের সমন্বয় বৈঠক ১২ সেপ্টেম্বর শনিবার,সকাল সাড়ে ১০টায় এডিডিএস’র অস্থায়ী কার্যালয়ে ভারপ্রাপ্ত নির্বাহি সম্পাদক মুঃবাবুল হোসেন বাবলার সভাপতিত্বে সমন্বয় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক ,মমতা লোকাল কমিটির সভাপতি,ইপিজেড থানা আঃলীগ যুগ্ন আহবায়ক মোঃ আবু তাহের। সম্মানিত অতিথি ছিলেন অক্সিজেনস্থ ইডেন ইংলিশ মিডিয়াম স্কুলের সিনিয়র শিক্ষীকা মিসেস হালিদা রশিদ, মানব সময়ের সম্পাদক-এম.মোসলেহ উদ্দিন বাহার,সংস্থার যুগ্ন সম্পাদক-মোঃ আসাদুল ইসলাম, মহিলা সম্পাদিকা মিসেস শাহীনুর খানম।এসময় কমিউনিটি লিডারদের সমন্বয় করে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার আক্তারুজ্জামান বাবুল, সাংবাদিক মোঃ হাসান,অর্থ সম্পাদক-রুমা ইয়াছমিন,সহ-সম্পাদক সৈয়দা তাসলিমা আক্তার নিশা,সংগঠক সদস্য কনা দাশ,সংগঠক-রুমাদেবী,পান্না বিশ্বাস ও এম.এ দাউদ প্রমুখ। বক্তারা বলেন,এডিডিএস’র কার্যক্রম গণমানুষের কাছে পৌছে দিয়ে এলাকার উন্নয়ন কর্মকান্ড সহায়তা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান। প্রকল্প বাস্তবায়নে কমিউনিটি লিডারদের সমন্বয় আবশ্যক বলে বৈঠকে অবহিত করেন।আর সার্বজনিন উন্নয়ন সেবার প্রত্যয়ে আলোরপথের যাত্রা। বৈঠক শেষে অতিথিদের সার্জিকেল মাস্ক-প্রচার পত্র এবং ফুলের তোড়া উপহার দেওয়া হয়।