সংবাদ সংগ্রহঃ আশফাল আহম্মেদ রাফি”- ফেনী শহরের একাডেমী বনানী পাড়া এলাকায় বস্তিতে একা পেয়ে ৩ বছরের শিশু ধর্ষণ করেছে শহীদুল ইসলাম নামের এক বখাটে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে শহীদুল পলাতক রয়েছে।পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্র জানায়, শহরের বনানী পাড়া এলাকার পুরাতন রেললাইন সংলগ্ন ডুবাই ট্রাস্টের বস্তিতে সন্তানদের নিয়ে দীর্ঘদিন বসবাস করেন সুফিয়া আক্তার। স্বামী পরিত্যাক্তা ওই নারী ভাষা শহীদ সালাম স্টেডিয়াম সংলগ্ন ফারুক হোটেলের সামনে ভ্যানগাড়িতে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। গত প্রায় ১৫ দিন আগে দুপুরে তার ৩ বছরের শিশু কন্যাকে একা পেয়ে ধর্ষণ করে শহীদুল ইসলাম নামের এক রাজমিস্ত্রী। শিশুটি কিছু না জানাতে পারলেও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন দেখে মায়ের সন্দেহ হয়। পরে তার পরনের প্যান্ট পেলে শিশুটি প্রতিবেশী শহীদুলের কথা মাকে জানায়।শিশুটির মা সুফিয়া আক্তার জানান, ঘটনার জন্য মঙ্গলবার সন্ধ্যায় শহীদুল ও তার বাবা-মা সহ পরিবারের সদস্যরা তার কাছে ক্ষমা চায়। রাতে তিনি বিষয়টি ফেনী মডেল থানায় অবহিত করেন। বুধবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির জবানবন্ধী গ্রহণ ও পরনের প্যান্টটি উদ্ধার করে।