দাগনভূঞায় বাল্য বিয়ের দায়ে বর ও কনে পক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা,কনের চাচার ৩ দিনের কারাদণ্ড দাগনভূঞা প্রতিনিধি:আজ শুক্রবার দাগনভূঞা পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর (বয়স- ১৫) বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান।বর ও কনে পক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জাল জন্ম নিবন্ধন সনদ বানিয়ে সংরক্ষণ করার অপরাধে মেয়ের চাচাকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মেয়ের আঠার বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দিয়ে পড়াশোনা চালিয়ে নিয়ে যাবে বলে মুচলেকা প্রদান করেছে দুই পক্ষ।