নিজস্ব প্রতিবেদন:- নোয়াখালী ফেনী, লক্ষ্মীপুর চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে দাগনভূঞা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে ৩নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন কমপ্লেক্স হইতে পশ্চিম পূর্ব চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার দুই পাশে তালের বীজ/চারা বপনের কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রাফিউল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী মোঃ শাহ আলম,পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ রায়হান, উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি সামছ উদ্দিন বিকম, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মারুফ, পশ্চিম পূর্ব চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম হেলাল, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার পেয়ার আহাম্মদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম পলাশ, জাকির আহমদ, স্থানীয় ইউপি সদস্য মুজিবুল হক চৌধুরী,পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, কৃষক আকবর হোসেন, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন প্রমুখ।