নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত ও ইসলামী ছাত্রসেনা দাগনভূঞা উপজেলা শাখার উদ্যোগে আল্লামা মুফতি আলাউদ্দীন জেহাদীর নিঃশর্ত মুক্তির দাবীতে বুধবার (২৩সেপ্টেম্বর) সকালে দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা আহলে সুন্নাতের সহ সভাপতি মাওলানা মুহাম্মদ, আব্দুল আওয়াল ও ইসলামী ছাত্রসেনা দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ওমর ফারুক। এতে আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট নেতা মাওলানা আমির হামজা, হাফেজ রাহিম উদ্দিন, ইসলামী ছাত্রসেনা দাগনভূঞা উপজেলার নেতা হাফেজ মুহাম্মদ দেলোয়ার হোসেন, আবু বকর ছিদ্দিক, হাফেজ ইমাম উদ্দিন, নুর ইসলাম, আবদুল মোতালেব সাকিব, মিনহাজ নাহিদ, হাফেজ জাবেদ সহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত ও ইসলামী ছাত্রসেনা’র নেতৃবৃন্দ।