মোঃ আলাউদ্দিন লিংকন জেলা প্রতিনিধি: দাগনভূঞায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রোপা আমনের ধানক্ষেতের পোকা দমনে আলোক ফাঁদ স্থাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের জগতপুর গ্রামের নয়ানপুর ব্লকের ধানের মাঠে এই কর্মসূচির শুভ সূচনা করেন ২নংওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাস্টার গোলাম মোস্তফা , উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ ,জগতপুর সিআইজি পুরুষ (ফসল) সমবায় সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন দোলন, সাধারণ সম্পাদক নেছার উদ্দিন, কৃষক আবু তাহের ,আলাউদ্দিন, ইব্রাহিম, বলাই চন্দ্র নাথ প্রমুখ।উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মারুফ জানান-ধানক্ষেতে উপকারী ও ক্ষতিকারক পোকা উপস্থিতি নির্ণয়ের জন্য এই আলোক ফাঁদ স্থাপন করা হয়। এটি ফসলের মাঠে পোকামাকড়ের উপস্থিতি যাচাই এবং নিয়ন্ত্রণ করার একটি পরিবেশবান্ধব কৌশল। আলোর প্রতি আকৃষ্ট হয়ে পোকামাকড় উড়ে এসে আলোর উৎসের চারপাশে ঘোরাঘুরি করে। একপর্যায়ে নিচে ডিটারজেন্ট ও কেরোসিন মিশ্রিত পানির পাত্রে পড়ে মারা যায়। উপস্থিত কৃষকরা জানান, আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকা নিধনে কোনো খরচ নেই এবং কীটনাশক ব্যবহার না করায় ক্ষেতেরও কোনো ক্ষতি হবে না। এ জন্য তাদের ধানক্ষেতেও তারা আলোক ফাঁদ ব্যবহার করবেন বলে জানান।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম জানান, এ বছর উপজেলায় ৮ হাজার ৩ শ চার হেক্টরের বিপরীতে ৮ হাজার ৩ শ দশ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে।পোকা মাকড়ের ক্ষতির হাত থেকে ফসল রক্ষায় পোকা দমনে কীটনাশকের ব্যবহার কমাতে পরিবেশবান্ধব আলোক ফাঁদ স্থাপনে কৃষকদের উদ্বুদ্ধকরণে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ কাজ করে যাচ্ছে।