দাগনভূঞায় দুর্ধর্ষ চুরি ফেনী দাগনভূঞা উপজেলার ৭ নং মাতুভূঞা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মোমারিজপুর গ্রামে আজিম উদ্দীন মিয়াজি বাড়ি প্রবাসী গাজী সোহেলের ঘরে গতকাল রাতে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। চুরি হওয়া জিনিষের মধ্যে রয়েছে স্বর্ণালংকার পাঁচ ভরি, রূপা পাঁচ ভরি ও নগদ টাকা ৫০ হাজার টাকা। সকালে ঘরের মধ্যে একটি অপরিচিত মোবাইল সেট পাওয়া যায়। ধারনা করা হয়েছে যারা চুরি করতে এসেছে তারা ভুলে মোবাইলটি রেখে চলে যায়। সকালে থানায় ভুক্তভুগি পরিবার যোগাযোগ করলে দাগনভূঞার থানার এস আই হারুন ও ৭ নং মাতুভূঞা ইউপি চেয়াররম্যান আবদুল্লা আল মামুন স্থানীয় মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করেন।চোরের ফেলে যাওয়া মোবাইলটি এস আই হারুন তদন্ত সাপেক্ষে থানায় নিয়ে আসেন।