দাগনভূঞা প্রতিনিধিঃ আশফাল আহম্মেদ রাফি আজ শনিবার বিকালে দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক ডাঃ আবুল বাশার।এই সময় তার সাথে ছিলেন পরিচালক(প্রশাসন) ডাঃ শেখ মোহাম্মদ হাসান ইমাম,চট্রগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃহাসান শাহরিয়ার কবির,ফেনী সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন,নোয়াখালী সিভিল সার্জন ডাঃ মাসুমা ইফতেখার,ফেনী সদর হাসপাতালের তত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী। দাগনভুঞা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা
রুবায়েত বিন করিম, ডাঃকবির হোসেন,ডাঃ সাখাওয়াত হোসেন,ডাঃআসিফ উদ্দৌলা শিপাত,ডাঃজুলফিকার হাসান বাপ্পি,ডাঃসিহাব উদ্দিন সিহাব,ডাঃ সাবরিনা ইসলাম প্রমুখ। এ সময় তিনি হাসপাতালে বহি:বিভাগ,জরুরী বিভাগ,করোনা বিভাগ,মুজিব কর্ণার সহ সব কিছু ঘুরে দেখেন ও সন্তোষ প্রকাশ করেন।