ফেনীর দাগনভূঞা উপজেলার অন্তর্গত জায়লস্কর ইউনিয়নের স্থানীয় সিলোনীয়া বাজারে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে । ২ জানুয়ারি মঙ্গলবার রাত ১১ ঘটিকায় সময় সিলোনীয়া বাজারে নোয়াখালী থেকে ফেনী গামী মালবাহী ট্রাক কে ফেনী থেকে নোয়াখালী গামী লরির মুখোমুখি সংঘর্ষ হয় । জানা যায় , ফেনী থেকে নোয়াখালী গামী লরি খুব স্পিরিটে সিলোনীয়া বাজারে এসে নোয়াখালী থেকে ফেনী গামী মালবাহী ট্রাক টিকে মেরে দিয়ে চলে যায় । এতে ট্রাকে থাকা চালক গুরুতর আহত হয় ।