প্রতিনিধি: আশফাল আহম্মেদ রাফি
ফেনীতে গ্যাস সিলিন্ডার লিকেজ বিস্ফোরণে আগুনে পুড়ে গেলো সিএনজি চালিত অটোরিকশা। তবে হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি ঘটেছে আজ (২ ফেব্রুয়ারী) মঙ্গলবার শহরের ট্রাংক রোডে বড় মসজিদের সামনে বিকেল সাড়ে ৩ টায় এই ঘটনা ঘটে । স্থানীয় ফায়ার সাভিসের সদস্যরা আগুন লাগার ১৫ মিনিট পর এসে আগুন নিয়ন্ত্রণে আনে । তৎক্ষণে আগুনে পুড়ে গেছে সিএনজিটির বেশির ভাগ অংশ।
ফেনী ফায়ার সার্ভিস এর সিনিয়র ষ্টেশান অফিসার মোহাম্মদ জাকির হোসেন জানান, আমরা ধারণা করছি ব্যাটারী টার্মিনাল থেকে এ আগুনের সূত্রপাত হয়। বিকাল তিনটার দিকে ওই সিএনজিতে প্রথমে একটি বিস্ফোরণের শব্দ হয়। এর পরই হঠাৎ আগুন ধরে যায় । এর পরই সিএনজিতে থাকা দুই মহিলা যাত্রী ও চালক দ্রুত নেমে দৌড়ে পালিয়ে যায়। আগুন ধরার পর দ্রুত চড়িয়ে পড়ে। শহরে যানজট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়। পরে আগুনে পুড়ে যাওয়া সিএনজি অটো রিক্সাটি ফেনী মডেল থানা পুলিশের হেফাজতে নেয়া হয়। সাধারণ জনগণ বলেন, সিএনজি গ্যাসে চালিত বাহন গুলোর গ্যাস সিলিন্ডারের মেয়াদ শেষ হলে দ্রুত পাল্টে ফেলা উচিত, তা হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।