সংবাদ সংগ্রহ: আশফাল আহম্মেদ রাফি”-ফেনী জেলার মাননীয় সুযোগ্য পুলিশ সুপার জনাব খোন্দকার নূরুন্নবী (বিপিএম,পিপিএম)সাহেবের বিশেষ দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব এ এন এম নুরুজ্জামান – এর সার্বিক তত্বাবধানে এসআই- মোঃ মেশকে আলম এর নেতৃত্বে এসআই-মোঃ কুতুব উদ্দিন,এএসআই-মোঃ ফয়েজ আহম্মদ,এএসআই- মোঃ ইমাম হোসেন রাজু ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২৩/০৯/২০২০ ইং তারিখ ১৯ঃ৩০ ঘটিকার ফেণী জেলার ফুলগাজী থানাধীন ফুলগাজী পরশুরাম সড়কে আল-মদিনা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে ১.বাদশা বাবর ফরহাদ(২২), পিতাঃ রুহুল আমিন , মাতাঃ লাকি আক্তার(হাজী বাদশা মিয়ার বাড়ী), ২. আঃ শুক্কুর(২০),পিতাঃ আঃ হামিদ,মাতাঃ বিবি কুলসুম(ধোপা বাড়ী), উভয় সাংঃ সহদেবপুর(০৩ নং ওয়ার্ড), থানা ও জেলাঃ ফেনী দেরকে আটক পূর্বক তাহাদের হেফাজত হইতে একটি মোটরসাইকেল ও ০২(দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ফেনী জেলার ফুলগাজী থানায় মামলা রুজু করা হয়।