ফেনীতে পেঁয়াজের মূ্ল্য নিয়ে কারসাজী করায় ৩ পাইকারদারের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। বুধবার পেঁয়াজের মূল্য দর তদারকি করার সময় শহরের ইসলামপুর রোডে কামাল এন্ড ব্রাদার্স এর মূল্য তালিকায় পেঁয়াজের পাইকারি মূল্য আছে ৬৫ টাকা কিন্তু বিক্রয় রেজিস্ট্রার চেক করে দেখা যায় বিক্রি হয়েছে ৭০ টাকায়। মূল্য তালিকায় লিখিত মূল্য থেকে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ফেনী ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং একই বাজারের আবু বক্কর সড়কে অবস্থিত ফওজিয়া এন্টারপ্রাইজকে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ৫০০০/- টাকা ও ফেনী ট্রেডার্স কে ৫০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন জেলা বাজার কর্মকর্তা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং শহর পুলিশ ফাঁড়ির একটি টিম।