শহর প্রতিনিধি ফেনী জেলা যুবলীগ নেতা ঠিকাদার মো. হুমায়ুন কবির ভূঁইয়া ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক অন্যায়ভাবে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. সমেশ আলীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেলে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে ফেনী সদর উপজেলা পরিষদের সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।মানববন্ধনে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা ঠিকাদার হুমায়ুন কবিরের লাইসেন্স বাতিলসহ তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।