“এসো বন্ধু মিলি প্রাণের মিলনমেলায়” এই স্লোগানে এসএসসি ২০০৬ এবং এইচএসসি ২০০৮ ব্যাচের ১ম জম্মজয়ন্তী ব্যাপক উৎসাহ,উদ্দীপনায় এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্য৷ দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
গত বছর ২০২০সালের ১৬ই মার্চ ফেনী জেলার বন্ধুদের প্লাটফর্মে নিয়ে যাত্রা শুরু করে “ফেনীয়ান ০৬-০৮” নামের ফেসবুক গ্রুপ। গ্রুপ এডমিন তামান্না সুলতানার হাত ধরে গ্রুপের যাত্রা শুরু হয়। গ্রুপের এডমিন প্যানেলে যুক্ত আছেন জাফর আহমদ,তামান্না সুলতানা,সুমন পাটোয়ারী, ফয়েজ আহমদ ও বিমল শীল। দেখতে দেখতে গ্রুপের পথচলার ১বছর পূর্তি হল ১৬ই মার্চ। সে হিসেবে ১৯ই মার্চ রোজ শুক্রবার নিহাল পল্লী কসকা,ফেনী সদরে হয়ে গেল ফেনীয়ান ০৬-০৮ গ্রুপের ১ম জন্মজয়ন্তী। ফেনী জেলাসহ সকল উপজেলা থেকে প্রায় ২০০জন বন্ধুদের নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ফেনীয়ান ০৬-০৮ গ্রুপের বন্ধুরা একত্রিত হয় এই মিলনমেলায়। তারা হারিয়ে যায় শৈশবে, মেতে উঠে আনন্দ উল্লাসে।
প্রোগ্রামটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য কনভেনার প্যানেল গঠন করা হয়, যার মধ্যে চিফ কনভেনার দায়িত্বে ছিলেন ইউসুফ অফু এবং ভাইস চিফ কনভেনার এর দায়িত্বে ছিলেন জাফর আহমদ এবং প্রতি উপজেলা থেকে ২জন করে সহযোগি কনভেনার সহযোগিতা করেন। সারাটা সময় প্রোগ্রামের উপস্হাপনার প্রধান দায়িত্ব পালন করেছেন ফয়েজ আহমেদ ও তামান্না সুলতানা।
প্রোগ্রামে ফেনী জেলার বন্ধুদের মধ্যে থেকে কৃষিতে জাতীয় পুরষ্কার প্রাপ্ত ওয়াসিউর রহমান খসরু এবং ব্লাড লিংক ডোনেশানের ফেনী জেলার সভাপতি সামসুল আলম কে সম্মাননা প্রদান করা হয়।