সংবাদ সংগ্রহঃ আশফাল আহম্মেদ রাফি”-ফেনীতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের অভিযানে বুধবার ১০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের ২ লাখ ৬০ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সকাল ১১টার দিকে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের লালপোল সংলগ্ন পশ্চিম সিলোনীয়া এলাকায় অভিযান চালানো হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে স্থানীয় হালিমা-সাদিয়া নামে একটি মাদরাসায় প্রবেশের পর দেখা যায়, এখানে ১০টি চুলা জ্বলছে। মাদরাসা কর্তৃপক্ষের কাছে কাগজপত্র চাওয়া হলে অবৈধ সংযোগের বিষয়টি ভ্রাম্যমান আদালতের কাছে স্বীকার করে। একপর্যায়ে মাদরাসার ভবন মালিক প্রবাসী আমির হোসেনের স্ত্রীকে ১ লাখ টাকা জরিমানা ও উল্লেখিত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় একই এলাকার জহির উদ্দিনকে ৫০ হাজার ও রসুল আহম্মেদকে ৩০ হাজার টাকা অর্থদন্ড ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া শহরের বিসিক শিল্প নগরী এলাকায় হীরা কনফেকশনারীতে নির্ধারিতের বেশি ঘনফুট গ্যাস ব্যবহার করায় ৮০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। কারখানাটিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করায় ভোক্তা অধিকার আইনে আরো ৬০ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত। অভিযানে বাখরাবাদের ফেনী এরিয়া অফিস ব্যবস্থাপক মো: সাহাবুদ্দিন, সহকারী প্রকৌশলী নুর করিম ও কামরুল ইসলাম, বিক্রয় সহকারী জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ জানান, অবৈধ গ্যাস সংযোগকারীদের আইনের আওতায় আনতে বাখরাবাদের লোকজন নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে