‘বিশেষ প্রতিনিধিঃনোয়াখালী থেকে কিশোরীকে প্রেমের ফাঁদে পেলে ঢাকায় নিয়ে এসে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের ভাই কামরুল ইসলাম। গত বুধবার রাজধানীর বাংলামোটর এলাকায় পেট্রোল পাম্প এর গলিতে এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা আক্তার কলি(১৭), নোয়াখালী সদর উপজেলার ৩ নং নোয়ান্নই ইউনিয়নের শিবপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে। গত রোজার ঈদে বাবা-মার অমতে প্রেম করে বিয়ে করেন প্রেমিক শাকিল (২৩) ও তাহমিনা আক্তার কলি।বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে এবং রাজধানীর বাংলামোটর এলাকায় পেট্রোল পাম্প এর গলিতে শাকিল তার পরিবার নিয়ে একটি ভাড়া বাড়িতে বসবাস করতে থাকে। বাংলামোটর এলাকার ঐ বাসা থেকে লাশ উদ্ধার করে হাতিরঝিল থানার পুলিশ। ময়না তদন্তের জন্য পুলিশ নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।নিহতের স্বামী শাকিল (২৩) একই ইউনিয়নের শিবপুর গ্রামের খোকন মোল্লার ছেলে।খুনের সন্দেহে প্রেমিক স্বামী শাকিলকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।৯৯৯ ফোন পেয়ে ঢাকার বাংলা মটর এলাকা থেকে থেকে লাশ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।