মোহাম্মদ হাসানঃ পাহাড়তলী বধ্যভূমি রক্ষা পরিষদ-এর উদ্যোগে বিগত ১৮ ফেব্রুয়ারী ২০২১ জেলা প্রশাসকের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৬ মার্চের মধ্যে USTC এর দখলদারিত্ব মুক্ত করে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক ১.৭৫ একর জমি অধিগ্রহণ পূর্বক মুজিব শতবর্ষের মধ্যেই ঐ জমিতে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মাণ করার দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হয়। দাবিতে আরো উল্লেখ করা হয় পাহাড়তলী বধ্যভূমি দেশের বৃহত্তম বধ্যভূমি, তাই এই বধ্যভূমিতে লাইট এন্ড সাউন্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধ চলাকালিন সংগঠিত হত্যা নির্যাতন ও নিপিড়নের চিত্র তুলে ধরার ব্যবস্থা রাখার। যাতে নতুন প্রজন্ম আমাদের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রাম এবং মা-বোনদের আত্মত্যাগের সঠিক ইতিহাস জানতে পারে। মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান স্মারকলিপি গ্রহণ করে তড়িৎ এই বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করবেন বলে অভিমত ব্যাক্ত করেন। স্মারকলিপি প্রদান কালে পাহাড়তলী বধ্যভূমি রক্ষা পরিষদের সভাপতি অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন, সাধারণ সম্পাদক রাশেদ হাসান, নাট্যকার প্রদীপ দেওয়ানজী, নাট্যজন মোস্তফা কামাল যাত্রা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, মুক্তিযোদ্ধা এস. এম. লিয়াকত হোসেন, মোহাম্মদ সাহাব উদ্দিন (আঞ্জুর), আশীষ গুপ্ত, মো. কামাল ও সংবাদকর্মি মো. আসিফ ইকবাল প্রমূখ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি